ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভারতে করোনায় মৃত্যু বেড়ে ২ লাখ ৬২ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ১৪ মে ২০২১

মরণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে ভারতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু ২ লাখ ৬২ হাজার ছাড়ালো। এ ছাড়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এই তথ্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতে টানা ৫ দিন ধরে করোনার সংক্রমণ সাড়ে ৩ লাখের আশপাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার করোনা রোগীর। এ নিয়ে দেশটিতে করোনায় টানা ৩ দিন ৪ হাজার বা তার বেশি মানুষের মৃত্যু হলো। এ নিয়ে দেশটিতে মোট ২ লাখ ৬২ হাজার ৩৫০ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেল।

তবে ভারতীয় কর্তৃপক্ষ আশা দেখছে, করোনা রোগীর সুস্থতায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্তের চেয়ে সুস্থতা বেশি। এ সময় সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজারের বেশি। এ নিয়ে ভারতে ২ কোটি ৭৯ হাজার ৫৯৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৪ হাজার ৮৬০ জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি