ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে করোনায় আরো ৩৮৭৯ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১৫ মে ২০২১

Ekushey Television Ltd.

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো তিন হাজার ৮শ’ ৭৯ জনের প্রাণ গেছে। এই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জনের শরীরে।

গত দু’তিনদিনের পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু ও শনাক্ত উভয়ই কিছুটা কম। শনিবার (১৫ মে) এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডোমিটার।

এ নিয়ে এ মহামারিতে দেশটিতে মোট শনাক্ত দাঁড়ালো ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জনে। মোট মৃত্যু ২ লাখ ৬৬ হাজার ২২৯ জনের। করোনায় সেরে ওঠা রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখের বেশি।

এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনে।  

এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়।  

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩ লাখের বেশি।

এদিকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশেষ করে দেশটির হাসপাতালগুলোতে যেভাবে কোভিড রোগীদের ভিড় বেড়েছে, তা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় বলে জানিয়েছে তারা। টিকা নিয়ে অনিশ্চয়তা এবং সংক্রমণ বৃদ্ধির মধ্যেই যা নতুন করে চিন্তা বৃদ্ধি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি