ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংক্রমণ কমলেও ভারতে মৃত্যু ফের ৪ সহস্রাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৬ মে ২০২১ | আপডেট: ১২:১০, ১৬ মে ২০২১

Ekushey Television Ltd.

ভারতে গত কয়েক দিন ধরে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ৩ লক্ষ ২৬ হাজারে। আজ রোববার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। তবে ফের বেড়েছে মৃত্যুর হার। শনিবার মৃত্যু ৪ হাজারের নীচে নামলেও গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়িয়েছে। এসময়ে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯০ জনের।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার (১৬ মে) সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩১৯ জনের। দেশটিতে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬.৯৮ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে মোট সংক্রমণের হার ৭.৮৪ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন। অর্থাৎ দেশটিতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। এই মুহূর্তে ভাওতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লাখ ১৮ হাজার ৪২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লাখ ৩২ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ১৪৩ জনের। 

অন্যদিকে ভারতে এক দিনে ১৭ লাখ ৬২ হাজার ৫৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১৮ কোটি ২২ লাখ ২০ হাজার ১৬৪ জন টিকা পেয়েছেন বলেই জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। সূত্র- আনন্দবাজার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি