ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

১ দিনে ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ১৮ মে ২০২১

কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান আনাস মুজাহিদ। দিল্লির এক কোভিড-১৯ হাসপাতালের জুনিয়র রেসিডেন্ট ডাক্তার আনাস একা নন, কোভিডের শিকার হয়েছেন তাঁর মতো অসংখ্য চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে মোট ২৪৪ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলো। ২৬ বছরের আনাস তাঁদের মধ্যে সর্বকনিষ্ঠ।

আইএমএ-এর পরিসংখ্যান বলছে, গত রোববারই ভারতজুড়ে ৫০ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোভিডে মারা গেছেন। আইএমএ-র সাধারণ সচিব জয়েশ লেলে বলেন, “দেশ জুড়ে একই দিনে ৫০ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় তরঙ্গে ২৪৪ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মারা গেলেন।” 

জয়েশ আরও জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ২৪৪ জনের মধ্যে মৃ্তদের মধ্যে ৬৯ জন বিহারের বাসিন্দা। এ ছাড়া ওই তালিকায় দ্বিতীয় উত্তরপ্রদেশে ৩৪ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত বছর কোভিড আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে মোট ৭৩৬ জন মারা গিয়েছিলেন বলে জানিয়েছে আইএমএ। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের প্রায় ১ হাজার জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর কোভিডে মৃত্যু হলো। 

আইএমএ-র পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে মাত্র ৩ শতাংশের টিকাকরণ হয়েছে। ফলে ভারতের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের সকলকেই টিকা নেওয়ার জন্য আর্জি জানিয়েছে সংস্থাটি। সূত্র- এনডিটিভি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি