ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

করোনায় আরও ৩৮ মৃত্যু, শনাক্ত ১০২৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২২ মে ২০২১

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জনে।

শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে। এদিকে সরকারি হিসাবে করোনা রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এতে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৯২০টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৩০টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ পাঁচ হাজার ৪০৭টি। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ৪৭ হাজার ২৫০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ১৫৭টি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি