ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে মৃত্যু ৩ লাখ ছুঁইছুঁই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৩ মে ২০২১

Ekushey Television Ltd.

ভারতে গত কয়েক দিন ধরে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লাখ ৫৭ হাজারে। রোববার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন। দৈনিক সংক্রমণ কমলেও ৪ হাজারের উপরেই থাকছিল মৃত্যুর সংখ্যা। 

যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও নেমেছে ৪ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। যাতে তিন লাখ ছুঁতে চলেছে মোট মৃত্যু।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আজ ২৩ মে পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনের। 

দেশটিতে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে মোট সংক্রমণের হার ৮.০৭ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৫ হাজার ১০২ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ৫ হাজার ৩৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২১ লাখ ২৩ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২ কোটি ৮৬ লক্ষ ৭ হাজার ৯৩৭ জনের। 

অন্যদিকে গত একদিনে টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৫৪২ জনকে। এ নিয়ে ভারতে টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৯ কোটি ৫০ লাখ ৪ হাজার ১৮৪ জন। সূত্র- আনন্দবাজার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি