ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৪ মে ২০২১

আমেরিকা এবং ব্রাজিল আগেই এই সংখ্যা পার করেছিল। ভারত ছিল অনেকটাই দূরে। কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যা ভারতকে কোভিড মৃত্যুর সংখ্যার তালিকায় আমেরিকা এবং ব্রাজিলের পাশে দাঁড় করালো।

দ্বিতীয় ঢেউয়ে প্রতি দিন ২ লাখেরও বেশি সংক্রমণ হচ্ছে ভারতে। এক সময় ৪ লাখ ছাড়িয়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ। গত কয়েক সপ্তাহে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। দৈনিক মৃত্যু এক সময় ৪ হাজারও ছাড়িয়ে গিয়েছিল। পরে কয়েকদিনে তা কমে তিনের নিচে নামলেও গত ২৪ ঘণ্টায় ফের মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৫ জনের। 

যেভাবে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে, তাতে চিকিৎসক মহল থেকে আম নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে।

এক মাসেরও বেশি সময় পর ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা রোববার (২৩ মে) নেমেছিল আড়াই লাখেরও নীচে। আজ সোমবার তা আরও কমেছে। যদিও কোভিডের জেরে দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই। আজও তা সাড়ে ৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। সেইসঙ্গে দেশটির মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়ে গেল। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনাভাইরাস প্রাণ কাড়ল ৩ লাখেরও বেশি মানুষের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৫ জনের। এই বৃদ্ধির জেরে ভারতে মোট মৃতের সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ৭২০।

দেশটির অধিকাংশ রাজ্যে দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সে জন্যই ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু ছাড়া কোনও রাজ্যে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি নয়। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৮৩ জন। মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন, কর্নাটকে ২৫ হাজার ৯৭৯ জন, কেরলে ২৫ হাজার ৮২০ জন। 

পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ১৮ হাজারের ঘরে। ওড়িশাতে ১২ হাজার ৮৫২, রাজস্থানে ৬ হাজার ৫২১ এব‌ং পঞ্জাবে ৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাকি সব রাজ্যের দৈনিক সংক্রমণ রয়েছে ৫ হাজারের নীচে। সূত্র- আনন্দবাজার।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি