ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা-র উৎপত্তি স্বাভাবিক নয়, অবিলম্বে তদন্তের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৪ মে ২০২১

মার্কিন শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌসি

মার্কিন শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌসি

বিশ্বব্যাপী মহামারী করোনার উৎপত্তি ঠিক কোথায়? ধোঁয়াশা রয়েছে এখনও। আর এ নিয়ে এবার তদন্তের কথা বললেন আমেরিকার শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌসি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'করোনার উৎপত্তি স্বাভাবিকভাবে হয়নি। আমি অন্তত মানতে রাজি নই। এখনও অস্পষ্ট রয়েছে এর কারণ। অবিলম্বে তদন্ত হওয়া দরকার।'

তদন্তের ব্যাপারে চীনকেও টেনে আনেন তিনি। ফৌসি বলেন, 'চীনে গিয়ে করোনার উৎপত্তির কারণ খুঁজে বের করতে হবে। এটা সত্যি যে যাঁরা তদন্ত করেছিলেন তাঁদের মতে চীনের পশু খামার থেকেই এই ভাইরাসের উৎপত্তি। তারপর মানুষের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু কারণ অন্য কিছু হতে পারে। আমাদের তা খুঁজে বের করতেই হবে।'

উল্লেখ্য, করোনার উৎপত্তি চীনের ল্যাবরেটরি থেকেই হয়েছে দাবি করে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং বাকি রিপাবলিকানরা বহুদিন ধরেই তর্ক করে আসছেন। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য সেই তত্ত্ব খারিজ করে দেয়। 

তবে আমেরিকার মসনদে পালাবদলের পরেও ফের মাথা চাড়া দিচ্ছে করোনার 'ল্যাবরেটরি' উৎপত্তি তত্ত্ব। প্রেস সেক্রেটারি জেন সাকির মতে, বাইডেন প্রশাসনও জনসমক্ষে ও ব্যক্তিগত পরিসরে বারবার জানিয়ে এসেছে যে, করোনার উৎপত্তি নিয়ে প্রথম থেকেই স্বচ্ছ ভাবমূর্তি ছিল না চীন সরকারের। সূত্র- এনডিটিভি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি