ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দেড় মাসের মধ্যে ভারতে সবচেয়ে কম সংক্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৯ মে ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। এ সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জন। গত ৪৫ দিনের মধ্যে সংক্রমণের এ সংখ্যা সর্বনিম্ন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে শনিবার এ কথা জানা গেছে।

সূত্র মতে, দৈনিক শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশে নেমেছে। গত পাঁচদিন ধরেই ভারতে সংক্রমণ ১০ শতাংশের নিচে এবং সপ্তাাহিক সংক্রমণের হার নেমেছে ৯ দশমিক ৮৪ শতাংশে।

ভারতে নতুন করে করোনায় মারা গেছে ৩ হাজার ৬১৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার ৫১২ জনে।

এদিকে ভারতে বর্তমানে করোনায় চিকিৎসা নিচ্ছেন ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন যা মোট সংক্রমণের ৮ দশমিক ৪ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮০ শতাংশে।

ভারতে গত বছর ২৮ সেপ্টেম্বর করোনা রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর এক কোটি ছাড়িয়েছে। চলতি বছর ৪ মে সংক্রমণের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে।

সংক্রমণ কম এবং সুস্থ বেশি হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা গত দু’সপ্তাহ ধরে কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি। এখন সক্রিয় রোগী রয়েছেন ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েকদিনে কমেছে। গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নীচে।

বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়াতেই দেশটির সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে। এই উন্নতি গত এক দেড় মাসের পরিসংখ্যানের নিরিখে। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি