ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে আরও দুই হাজার ৩৩০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৭ জুন ২০২১

Ekushey Television Ltd.

ভারতে গত ২৪ ঘন্টায় আরো ৬৭ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৭ লাখ ৩১৩ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার এ কথা জানা গেছে।

ভারতে করোনায় নতুন করে মারা গেছে দুই হাজার ৩৩০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার ৯০৩ জনের।

বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে আট লাখ ২৬ হাজার ৭৪০ জন যা মোট সংক্রমণের ২.৭৮ শতাংশ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৯৩ শতাংশ।

দেশটিতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ৩.৪৮ শতাংশ। গত ১০ দিন ধরেই সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি