ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যে ৪ মাসের মধ্যে ফের সংক্রমণ ১০ হাজার ছাড়ালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

ব্রিটেনে বৃহস্পতিবার নতুন করে ১১ হাজার ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো করোনায় প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা ফের ১০ হাজার অতিক্রম করলো। খবর এএফপি’র।

করোনাভাইরাসের নতুন এ ধরণ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ থাকার কারণে সরকার সোমবার কোভিড সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার পদক্ষেপ বিলম্ব করার ঘোষণা দিয়েছে। করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে প্রথম সনাক্ত হয়।

সরকার জানায়, আরো লাখ লাখ মানুষকে সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন দিতে সময় লাগায় বিধিনিষেধ তুলে নিতে চার সপ্তাহ বিলম্ব হবে। এদিকে আক্রান্তের তুলনায় মৃত্যু হার কম রয়েছে। দেশটিতে বৃহস্পতিবার ১৯ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে।

এ ভ্যারিয়েন্টের মারাত্মক সংক্রমণ প্রতিরোধে দুই ডোজ ভ্যাকসিন অধিক কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্রিটেনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির আগের ঢেউয়ের মতো মৃতের সংখ্যা আবারো অনেক বেড়ে যায় কিনা সে ব্যাপারে উদ্বেগ রয়েছে। যুক্তরাজ্যে এ মহামারী ভাইরাসের ছোবলে এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৯৪৫ জন প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে দেখা যায়, ইংল্যান্ডজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ‘গাণিতিকভাবে বৃদ্ধি’ পাচ্ছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়, বয়স্ক গ্রুপের যারা টিকা গ্রহণ করেননি তারাই অধিক হারে আক্রান্ত হচ্ছেন। উপাত্ত অনুযায়ী, প্রতি ১১ দিনে দ্বিগুণ মানুষকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি