ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলে মৃত্যু ৫ লাখ ছাড়ালো, বিশ্বে পৌনে ৩৯ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২০ জুন ২০২১

Ekushey Television Ltd.

স্তিমিত হচ্ছে মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব। গত তিন দিনে কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। ব্যাপকভাবে টিকা কার্যক্রমের মাঝে সংক্ষিপ্ত হচ্ছে মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে ৭ হাজার ৮৮৩ জন। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৮ হাজার ৫৬৪। কমেছে সংক্রমণও, বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৪৭০ জন। যা গত দিনের থেকে ৪৭ হাজার কম।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৭ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৮১২। যাদের মধ্যে মারা গেছে ৩৮ লাখ ৭৫ হাজার ৭ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৬ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৯৩৩ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ১৫ লাখ ৯৬ হাজার ৮৭২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৮২ জন এবং মৃত্যু হয়েছে ১৭০ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ১ হাজার ৭১২। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৮৩ জনের। 

এর পরেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫৮ হাজার ৫৮৮ জন। এ সময়ে প্রাণহানি ঘটেছে ১ হাজার ২৩৯ জনের। যাতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৩৫২ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭৪০ জনের।

তালিকার তৃতীয় স্থানে থাকা কোপা আমেরিকা আয়োজনকারী ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৪৭ জনের এবং শনাক্ত হয়েছে ৮১ হাজার ৫৭৪ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৮৬৮ এবং মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০।

তালিকায় এর পরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, মৃত্যু দুই লাখ ৩০ হাজার ছাড়িয়েছে সংক্রমণে ১৫ নম্বরে থাকা মেক্সিকোতে। আর ইসরায়েলকে টপকে ৩১ নম্বরে উঠে আসা বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার ৪শ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি