ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যু ছাড়ালো ৩৯ লাখ, আক্রান্ত ১৮ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২৪ জুন ২০২১

Ekushey Television Ltd.

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ কয়েকটা দিন কিছুটা স্তিমিত হলেও গত দুই দিনে তা আবারও তাণ্ডব চালিয়েছে। টিকা কার্যক্রম চললেও তাই থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১০ হাজার ১২৭ জন। যার মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এই সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৮১ হাজার ৮শ জন।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৮ কোটি ৪ লাখ ২ হাজার ৫১৭। এর মধ্যে মারা গেছে ৩৯ লাখ ৮ হাজার ৪৫৪ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৬ কোটি ৫১ লাখ ২১ হাজার ১৬৯ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ৮৯৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৪২ জন এবং মৃত্যু হয়েছে ৩২৬ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৪। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ২৯৪ জনের। চিকিৎসাধীন ৪৯ লাখ ৮৪ হাজার ৪০৬ জন।

এর পরের স্থানেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে  ৯৭৮ জনের। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১ হাজার ১২৯। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫৪ হাজার ৯৬৬ জন। যাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৯২ হাজার ১৪ জনের। চিকিৎসাধীন ৬ লাখ ২৭ হাজার ২৪ জন।

তালিকার তৃতীয়স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪৩ জনের এবং শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৩৯ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২৪০ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮। চিকিৎসাধীন ১১ লাখ ৭৯ হাজার ৯০৩ জন।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। তবে সংক্রমণে ১৫ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৫শ ছাড়িয়েছে। আর ৩১ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৭শ ছাড়িয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি