অ্যাস্ট্রাজেনেকা টিকার বিলম্বিত ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
প্রকাশিত : ১৩:০৬, ২৯ জুন ২০২১
অ্যাস্ট্রাজেনেকা টিকার বিলম্বিত দ্বিতীয় ও তৃতীয় ডোজ কোভিড-১৯ রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ব্রিটিশ-সুইডিশ কোম্পানি এ টিকা তৈরি করে। সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
জরিপে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যবর্তী সর্বোচ্চ ৪৫ সপ্তাহ সময়ের ব্যবধান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি কার্যকর।
প্রি-প্রিন্ট জরিপে বলা হয়, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পর তৃতীয় ডোজ টিকা নেয়ার ক্ষেত্রে ছয় মাসের বেশি সময় দেয়া হলে তা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ‘যথেষ্ট বৃদ্ধি’ করে।
অক্সফোর্ড ট্রায়ালের প্রধান গবেষক অ্যান্ড্রিউ পোলার্ড বলেন, ‘ভ্যাকসিন সরবরাহের ঘাটতি থাকা দেশগুলোর জন্য এটি হচ্ছে একটি আশাব্যাঞ্জক খবর।’
জরিপে আরো বলা হয়, ‘এমন কি প্রথম ডোজের ১০ মাস পর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের ক্ষেত্রে অনেক ভাল ফলাফল পাওয়া গেছে।’
ফলে গবেষকরা বলছেন, অ্যাস্ট্রাজেনেকার বিলম্বিত তৃতীয় ডোজের ফলাফল ইতিবাচক।
এসএ/