ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুনে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ১.৫ শতাংশ হ্রাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জুন মাসে পূর্ববর্তী মাসের তুলনায় ১.৫ শতাংশ হ্রাস পেয়েছে। যা ২০২০ সালের অক্টোবর মাসের পর্যায়ে দাঁড়াতে দেখা যায়। রাশিয়ার বার্তা সংস্থা তাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

পরিসংখ্যান অনুযায়ী, জুনে বিশ্বব্যাপী মোট এক কোটি ১২ লাখ মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়। মে মাসে সংক্রমণের এ সংখ্যা ছিল এক কোটি ৮৪ লাখ। বর্তমানে সারাবিশ্বে আক্রান্তের সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ। আর এ সংখ্যা ২০২১ সালের মাসিক হিসাবে সর্বনিম্ন।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ সংখ্যা চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড হওয়া সর্বোচ্চ সংখ্যার কাছাকাছি পৌঁছে রয়েছে। ওই সময় মাত্র একমাসে বিশ্বব্যাপী চার লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। 

জুন মাসের মৃত্যু সংখ্যা জানুয়ারির সর্বোচ্চ মৃত্যু সংখ্যার একেবারে কাছাকাছি চলে গেছে। গতমাসে বিশ্বব্যাপী প্রায় তিন লাখ ৮২ হাজার মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। যা মে মাসের তুলনায় ১০ শতাংশ বেশি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি