ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলে আরো দেড় সহস্রাধিক মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ৮ জুলাই ২০২১ | আপডেট: ২০:৩৬, ৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ব্রাজিলে থামছে না করোনায় মৃত্যু। গত ২৪ ঘন্টায় কোভিড -১৯-এ আক্রান্ত হয়ে আরো ১ হাজার ৬৪৮ জনের মৃত্যু হয়েছে, এতে করে জাতীয় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ২৮,৫৪০ জন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।

মন্ত্রণালয় জানিয়েছে যে, মোট ৫৪ হাজার ২২ জনের নতুন সংক্রমণ সনাক্ত হওয়ায় মোট সংক্রমণ ১৮,৯০৯,০৩৭ জনে উন্নীত হয়েছে।

কোভিড -১৯-এ মৃতের সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ও সংক্রমণের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের পর তৃতীয় বৃহত্তম স্থানে রয়েছে।

মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আমেরিকার এই দেশটির হাসপাতালগুলি সংক্রমণের নতুন ঢেউয়ের প্রভাবে রোগীর ভিঁড়ে পর্যুদস্ত হয়ে পড়েছে। এ অধ্যবধি, দেশজুড়ে ১০ কোটি ৬২ লাখের বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েছে ২ কোটি ৭৭ লাখের বেশি লোক।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি