ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রতিবছর স্ফূটনিক ভি’র ৩০ কোটি ডোজ উৎপাদন করবে ভারত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৪ জুলাই ২০২১

রাশিয়ার করোনা টিকা স্ফূটনিক ভি’র প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ভারতের টিকা উৎপাদনকারী সেরাম ইনস্টিউটের সাথে তাদের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সেরাম প্রতিবছর স্ফূটনিক ভি’র ৩০ কোটি ডোজ উৎপাদন করবে। 

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ভারতের সেরাম ইনস্টিটিউট প্রতি বছর স্ফূটনিক ভি’র ৩০ কোটিরও বেশি ডোজ উৎপাদনে আগ্রহী। 

চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ প্রথম ব্যাচের টিকা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি