ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১০৫

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ১৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার দোহার উপজেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) তারা মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার দোহার এলাকার মোরশেদ বেপারী (১১০) ও সুতারপাড়া গ্রামের মো. আলী (৬৪)। মোরশেদ বেপারী উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারীর পিতা। 

করোনা আক্রান্ত হওয়ায় নিয়ম মেনে দুইজনের লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা টিম।

এদিকে দোহারে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৫ জুলাই পাঠানো ৯৫ জনের নমুনা থেকে এই ৪০ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৪২.১১ শতাংশ। এ নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৯৬ জনে। সুস্থ হয়েছে ৮৮৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নবাবগঞ্জ উপজেলায় ৬৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৮৭ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ শনিবার রাতে জানান, ১৫ জুলাই পাঠানো ১৩৯ জনের নমুনা থেকে ৬৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৪৬.৮%। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি