ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ থেকে ৪ দিন টিকা কার্যক্রম বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে চার দিন বন্ধ থাকবে করোনা টিকা কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি। এ ছাড়া ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সোমবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি টিকা কার্যক্রম চলবে। শনিবার থেকে সারা দেশে কঠোর বিধি-নিষেধ শুরু হবে। এ কারণে টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এ ক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি