করোনায় প্রাণ গেল ১৭৩ জনের
প্রকাশিত : ১৯:০৩, ২১ জুলাই ২০২১ | আপডেট: ১৯:০৫, ২১ জুলাই ২০২১
করোনা ভাইরাসের শনাক্ত বাড়লেও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু ছিল দুইশত। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জনে।
বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। এর আগের দিন ১১ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।
আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যুর মধ্যে পুরুষ ৯৮ ও নারী ৭৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪৬ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে ৫ জন মারা যান।
বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম ৩২ জন, রাজশাহী ১১ জন, খুলনা ৩৮ জন, বরিশাল ৮ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৬২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮টি।
এসি