ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সংক্রমণ প্রতিরোধে টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৬ হাজার ৩৬৪।

মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম। এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টিকা নেয়ার বয়সসীমা কমানো ও টিকাদান পদ্ধতি সহজ করার বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি। 

মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম বলেন, বয়সসীমা কমানোর জন্য মাননীয় মন্ত্রী টেলিফোনে আমাকে বলেছেন। সর্বোচ্চ নিম্ন যে ১৮ বছর, সেটাই নির্ধারণ করা হবে।

করোনা রোগীর চাপ সামাল দিতে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এপর্যন্ত মোট মৃত্যু ১৮ হাজার ৮৫১। শনাক্ত ৬ হাজার ৩৬৪ ও সুস্থ ৯ হাজার ৬। 

পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ৩১ দশমিক শূণ্য পাঁচ শতাংশ। এখন পর্যন্ত করোনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি ৩১ দশমিক ২১ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এই হার ২৩ দশমিক ৯৭ শতাংশ।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি