চীন থেকে আসছে আরও ৩০ লাখ টিকা
প্রকাশিত : ২১:৫৮, ২৯ জুলাই ২০২১ | আপডেট: ২১:৫৯, ২৯ জুলাই ২০২১
চীন থেকে সরকারের কেনা আরও ৩০ লাখ ডোজ করোনা টিকা আসছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এসব টিকা তিনটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে বলেন, ‘চীনের সিনোফার্মের প্রায় ৩০ লাখ ডোজ টিকা আজ রাত ১০টা, ১টা ও ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। বাংলাদেশ বিমানে এসব টিকা আসবে।
এর আগে গত মে মাসের ১২ তারিখে চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। সেটাই ছিল চীন থেকে আসা টিকার প্রথম চালান। উপহারের টিকার দ্বিতীয় চালানে ৬ লাখ ডোজ টিকা আসে গত ১৩ জুন।
এছাড়া ৩ জুলাই এবং ৪ জুলাই দুটি ফ্লাইটে ১০ লাখ করে ২০ লাখ ডোজ, ১৭ জুলাই ১০ লাখ ডোজ এবং ১৮ জুলাই ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।
এসি