ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিএসএমএমইউয়ে করোনা পরীক্ষা নিলেন ১ লাখ ৯০,১৩৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৯০ হাজার ১৩৪ জনের করোনা সনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত করোনা সনাক্তকরণের এসব শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

বিএসএমএমইউয়ে বেতার ভবনের ফিভার ক্লিনিকে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ২৫৩ জন রোগী সেবা নিয়েছেন। কেবিন ব্লকের করোনা সেন্টারে এ পর্যন্ত ১৩ হাজার ২২৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এসময় ভর্তি হয়েছেন ৬ হাজার ৭৯০ জন। ৫ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন । বর্তমানে ৬৫ জন করোনা সেন্টারে ভর্তি আছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন।  

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৬৪৮ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এবং আজ সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৪৪ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৬৪ জন। ভর্তি আছেন ৪২ জন রোগী। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরিতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪ জনসহ সিনোফার্মের ভেরোসেলের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৯ হাজার ৩৭৫ জন। গত ৭ সেপ্টেম্বর ২ জনসহ ফাইজারের ১০ হাজার ৬৩৬ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর ৩ জনসহ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৯ হাজার ৪৯১ জন এবং গত ২৯ আগস্ট পর্যন্ত মোট ৩৫ হাজার ২৭৫ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। 

গতকাল রোববার পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্ম টিকাসহ মোট ১ লাখ ১৪ হাজার ৭৭৭ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৮৭৬ জন। গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮ হাজার ৩৭৯ জন। কাল রোববার পর্যন্ত মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ হাজার ১০৭ জন এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিনোফার্মের ভেরোসেলের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ৬৪৬ জন। মোট ৯২ হাজার ৮ জনকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সাহস ও মনোবল বৃদ্ধির জন্য নিয়মিত ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশ নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি