ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ২৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৮:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ফাইজার-বায়োএনটেকের তৈরি আরও ২৫ লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে। ন্যাশনাল এয়ারলাইন্সের একটি কার্গোবাহী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে টিকার এই চালান নিয়ে সোমবার রাত সোয়া ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, কোভ্যাক্সের আওতায় এই টিকা পাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য খাতের অন্য কর্মকর্তারা টিকার চালান বুঝে নিতে বিমানবন্দরে থাকবেন। 

কোভ্যাক্সের আওতায় গত ৩১ মে প্রথম চালানে এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে আসে। ১ সেপ্টেম্বর দ্বিতীয় চালানে আসে আরও ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ টিকা। এরপর এবার ২৫ লাখ টিকা পৌঁছালে দেশে আসা ফাইজারের টিকার মোট পরিমাণ হবে ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ। গত ২১ জুন দেশে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। সংরক্ষণ আর পরিবহনে জটিলতার কারণে প্রাথমিকভাবে কেবল ঢাকায় বাছাই করা কয়েকটি কেন্দ্রে এই টিকা দেওয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি