ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২ অক্টোবর ২০২১

করোনা আক্রান্ত হয়ে সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৮৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৫৫৫ জন এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।

শনিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়। ওই দিন নতুন করে শনাক্ত হয়েছিল ৮৪৭ জন। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয়। রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ধীরে ধীরে করোনা আক্রান্তে মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি