ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু ৪৬ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

চলতি অক্টেবর মাসের ১১ থেকে ১৭ পর্যন্ত এই এক সপ্তাহে ২৭ লাখের বেশি লোক কভিড-১৯ সংক্রমিত হয়েছে। সেই সঙ্গে মারা গেছে ৪৬ হাজারের বেশি মানুষ। এ কথা জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক বুলেটিনে।

ইউরোপিয়ান অঞ্চল বাদে পরপর তিন সপ্তাহে বিশ্বে নতুন কভিড-১৯ সংক্রমণ পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৭ শতাংশ বেড়েছে। হু’র মহামারি সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

সাপ্তাহিক রিপোর্টে আফ্রিকান অঞ্চলে সংক্রমণ সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। এই অঞ্চলে সংক্রমণ হ্রাস পেয়েছে ১৮ শতাংশ। এরপরেই রয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এখানে কমেছে ১৭ শতাংশ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৯ শতাংশের নিচে হ্রাস পেয়েছে।

তবে মৃত্যুহার ৪ শতাংশ বেড়েছে শুধুমাত্র ইউরোপে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার নিবন্ধিত হয়েছে ১ শতাংশ।

হু’র বুলেটিনের হিসেবে ১১-১৭ অক্টোবর বিশ্বব্যাপী মোট ২৭ লাখ ৬৩ হাজার ৯৫৭ জন কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এ সময়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৪০ জন। এতে দেখা যায় সংক্রমণ ও মৃত্যুর হার পূর্ববর্তী সপ্তাহের চেয়ে যথাক্রমে ৪ শতাংশ এবং ২ শতাংশ হ্রাস পেয়েছে।

রিপোর্টে বলা হয়, নতুন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৫ লাখ ৮২ হাজার ৭০৭, যুক্তরাজ্যে ২ লাখ ৮৩ হাজার ৭৫৬, রাশিয়ায় ২ লাখ ১৭ হাজার ৩২২, তুরস্কে ২ লাখ ১৩ হাজার ৯৮১ এবং ভারতে ১ লাখ ১৪ হাজার ২৪৪ জন সংক্রমিত হয়েছে।

এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৯ লাখ ৪০ হাজার ৯৩৭ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৪৯ লাখ ৩ হাজার ৯১১ জন।

গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৮৭৫ জন এবং ৫ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি