ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের টিকাদান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১ নভেম্বর ২০২১ | আপডেট: ১২:৫৪, ১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

‘সব শিশু টিকা নিবে, স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে’ এ প্রতিপাদ্যে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম। সোমবার সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী দীপু মনি।

এই কার্যক্রমে প্রথমে টিকা নিয়েছেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন। তাহসানের পর ২য় এবং প্রথম মেয়ে শিক্ষার্থী হিসেবে কভিড টিকা গ্রহণ করেন একই শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন তমা। এসময় তারা দু’জনেই ফাইজারের টিকা গ্রহণ করেন। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশের সব মানুষকে নিয়েই ভাবেন। যত দ্রুত সম্ভব আমরা যেন শিক্ষার্থীদের টিকা দিতে পারি সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।”

তিনি বলেন, “টিকা দেওয়ার পরও আমাদের স্বাস্থ্যবিধি মেলে চলতে হবে।”
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি