ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভ্যাকসিন প্রয়োগে নতুন পরিকল্পনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ৬ নভেম্বর ২০২১

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে গতি বাড়াতে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত পৌঁছে যাচ্ছে ভ্যাকসিন । দেশের প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে ৭০ লাখ মানুষকে সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে দিনে ৫০০ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

শনিবার (৬ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) পর্যন্ত সপ্তাহের যেকোনো একদিন কমিউনিটি ক্লিনিকগুলোতে এই ভ্যাকসিন দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় নিয়মিত টিকাদান কর্মসূচি নেই সেখানে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সপ্তাহের যেকোনো একদিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পরিচালনা করবেন। কমিউনিটি ক্লিনিকে ভ্যাকসিন প্রয়োগের আনুষাঙ্গিক সরঞ্জাম পৌঁছাবে স্বাস্থ্য অধিদফতরের ইপিআই বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এই ভ্যাকসিন দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় সবাইকে নিবন্ধন করে ভ্যাকসিন নিতে হবে। প্রতিটি ক্লিনিকে নির্ধারিত একটি বুথে ভ্যাকসিন প্রয়োগের এক মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. এ এস আলমগীর বলেন, ‘সারাদেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা আছে সরকারের। আর তাই এই কর্মসূচিতে গতি বাড়াতে এবার কমিউনিটি ক্লিনিকগুলোতে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।’

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক আছে। এই ক্লিনিকগুলো পরিচালনা করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। তাদের ইতোমধ্যেই ভ্যাকসিন প্রয়োগে প্রয়োজনীয় সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সহায়তা করার জন্য থাকবেন স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের দুই জন মাঠকর্মী।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন গড়ে ৫০০ জনকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অর্থাৎ আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত যেকোনো এক দিন এই কর্মসূচি একেকটি কমিউনিটি ক্লিনিকে পরিচালনা করা হবে। ১৮ বছরের বেশি বয়সী যারা ইতোমধ্যেই নিবন্ধন করেছেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে প্রচার-প্রচারণা চালাবে ও এলাকার মানুষকে ভ্যাকসিন গ্রহনের জন্য জানাবে।’

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত প্রায় ২৬ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি