ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোভিড-এ প্রাণ গেল আরও ৫ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ১২ নভেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-এ আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৯১২ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ২১৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৩১টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ২৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৮৮ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পাঁচ জনই পুরুষ। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি