ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

তিন জেলায় পাঁচজনের প্রাণ গেল করোনায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১৮ নভেম্বর ২০২১

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিনজন। এছাড়া, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। জেলা ভিত্তিক হিসাবে ঢাকা জেলায় তিনজন, চট্টগ্রাম জেলায় একজন ও পঞ্চগর জেলায় একজনের মৃত্যু হয়েছে করোনায়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫০৭ জনের। এতে শনাক্ত হন ২৪৪ জন, যাতে শনাক্তে হার ১.২৫ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৭৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের সবাই পুরুষ। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৯৩৯ জনের।

এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে।

দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। যেকোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি