ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমিক্রন ডেল্টার চেয়ে দুর্বল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:১৬, ৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ওমিক্রন কোভিড-১৯ ভাইরাস পূর্ববতী ভেরিয়্যান্টের (ডেল্টা) তুলনায় দুর্বল। আগে সংক্রমিত বা ভ্যাকসিন নিয়েছে এমন লোকদের সহজেই সংক্রমিত করতে পারলেও এই সংক্রমনের প্রভাব মৃদু বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থার প্রধান টেড্রোর্স আধানম গেব্রেয়েসাস সাংবাদিকদের বলেন, “দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত ডেটায় ওমিক্রন পুনরায় সংক্রমন বৃদ্ধির ঝুঁকির ইঙ্গিত দেয়।” তবে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যাতে দেখা যায় “ওমিক্রন ডেল্টার চেয়ে দুর্বল রোগ সৃষ্টি করতে পারে”।

তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরো তথ্য প্রমাণ প্রয়াজন।”

সব দেশগুলোতে তাদের নজরদারি বাড়ানোর আহবান জানান তিনি। এতে করে ওমিক্রন কিভাবে আচরণ করে এবং এর একটি পরিস্কার চিত্র পাওয়া যাবে।  
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি