ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:০৩, ১১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশে দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা হচ্ছেন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিম্বাবুয়েতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ নারী দল। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে মাঝপথেই খেলা স্থগিত হয়ে যায়। পরে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকেন নারী ক্রিকেটাররা। এর মধ্যে দুই নারী ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি