ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা শনাক্ত ১৯১ রোগীর ১৬১ জনই ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ১৭ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দেশে গত  ২৪ ঘণ্টায় আরও ১৯১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত এক দিনে নতুন করে শনাক্ত এ রোগীর মধ্যে ১৬১ জনই ঢাকা বিভাগের। যা দিনের মোট শনাক্তের ৮৪ শতাংশের বেশি। এছাড়া গত একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

অধিদপ্তর  জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ১৪৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন সুস্থ হয়ে উঠলেন।

যাদের মৃত্যু হয়েছে তারা ছিলেন ঢাকা ও রংপুর বিভাগের বাসিন্দা। বাকি ছয় বিভাগে একদিনে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার ১ দশমিক ১৭ শতাংশ হয়েছে, যা আগের দিন ছিল ১ দশমিক ০২ শতাংশ ছিল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি