ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনা সংক্রমণ বেড়ে শনাক্ত ৩ শতাধিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:০৫, ২২ ডিসেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৩৫২ জনের। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটি ছিল ২৯১। শনাক্তের হার এক শতাংশের নিচে নেমে গেলেও তা বেড়ে এখন অবস্থান করছে ১.৮৭ শতাংশে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২ জনে। আর মোট শনাক্ত ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন।

মারা যাওয়া একজন পুরুষ। তিনি ঢাকা মহানগরীর বাসিন্দা। তার বয়স ৬০ বছরের বেশি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি