ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু সাড়ে ৪ হাজারের ওপর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২৮ ডিসেম্বর ২০২১

বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন। সেই সঙ্গে এ রোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের।

এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে রোববারের তুলনায় সোমবার বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ-মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। রোববার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ২ হাজার ৯৮৫ জনের।

সোমবার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এইদিন করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯৬৯ জন এবং এ রোগে মারা গেছেন ৫৪১ জন।

অন্যদিকে, এইদিন করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম এই দেশটিতে সোমবার করোনায় মারা গেছেন ৯৩৭ জন, আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২১০ জন।

যুক্তরাষ্ট্র-রাশিয়া ছাড়া অন্যান্য যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৯৮ হাজার ৫১৫, মৃত্যু ১৪৩, স্পেনে নতুন আক্রান্ত ৫৩ হাজার ৬৫৪, মৃত্যু ৩০, ফ্রান্সে নতুন আক্রান্ত ৩০ হাজার ৩৮৩, মৃত্যু ২৫৬, ইতালিতে নতুন আক্রান্ত ৩০ হাজার ৮১০, মৃত্যু ১৪২, তুরস্কে নতুন আক্রান্ত ২৬ হাজার ৯৯, মৃত্যু ১৫৭ এবং আর্জেন্টিনায় নতুন আক্রান্ত ২০ হাজার ২৬৩, মৃত্যু ৩১।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৮ কোটি ১৭ লাখ ২১ হাজার ৭৪৪ জন এবং এ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ লাখ ২২ হাজার ১৯৬ জনের।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি