ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এক দিনে আরও চার মৃত্যু, শনাক্ত ৩৭০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১ জানুয়ারি ২০২২

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ৩৭০ জন। আর সুস্থ হয়েছেন ২০৩ জন। শনিবার (১ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৪৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যে চারজন মারা গেছেন তাদের দুজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৬ জন।

করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১১৭ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৯৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি