ওমিক্রনের ছদ্মবেশ, পাওয়া গেল নতুন উপসর্গ
প্রকাশিত : ১১:২৩, ৪ জানুয়ারি ২০২২
দেশে মানুষের মাঝে কিছুদিন ধরে যে স্বস্তি ও কর্মব্যস্ততা এসেছিলো তা ভেঙে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। আবারো চোখ রাঙিয়ে দিন দিন আতঙ্কের কারণ হয়ে উঠছে করোনার নতুন ধরন ওমিক্রন।
কোভিডের অন্যান্য লক্ষণগুলোর মতোই ওমিক্রন সংক্রমণে দেখা যায় মৃদু জ্বর, নাক দিয়ে পানি পড়া, গলা খুসখুস করার মতো একাধিক উপসর্গ। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা, উপসর্গ মৃদু হলেও সংক্রমণ ক্ষমতায় অন্য লক্ষনগুলোকে টেক্কা দিতে পারে ওমিক্রন।
পাশাপাশি, ওমিক্রন আক্রান্তদের শরীরে দু’টি বিশেষ উপসর্গ দেখা যাচ্ছে বলেও মত বিশেষজ্ঞদের।
আগে জ্বর, কাশি বা স্বাদ-গন্ধের অনুভূতি চলে যাওয়ার মতো লক্ষণগুলোকে কোভিডের প্রাথমিক উপসর্গ ভাবা হত।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই নতুন রূপে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না এই ধরনের সমস্যা। বরং মাথা ধরা, নাক থেকে পানি পড়া, হাঁচি বা ক্লান্ত লাগার মতো লক্ষণ দেখা যাচ্ছে অনেক বেশি।
তবে এই উপসর্গগুলো ছাড়া আরও দু’টি লক্ষণ ওমিক্রন আক্রান্তদের মধ্যে বেশ প্রবল বলে মত গবেষকদের।
এই দু’টি লক্ষণ হল, বমি ও ক্ষুধামন্দা। অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে, হাতে-পায়ের ঘা, ক্ষত ও চুলকানির মতো সমস্যাও।
দু’টি টিকা সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন মানুষদের মধ্যেও এই উপসর্গগুলো দেখা যাচ্ছে। কাজেই টিকা নেওয়া থাকলেও ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েই যাচ্ছে। তবে যারা টিকা নিয়েছেন, তাদের ওমিক্রন খুব একটা দূর্বল করতে পারবে না বলেই ভরসা দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কিন্তু চিকিৎসকদের একাংশের মত, বয়স্কদের জন্য তৃতীয় টিকাটিও বেশ জরুরি। একে বলা হচ্ছে বুস্টার টিকা। সব মিলিয়ে উদ্বেগের মধ্যে সতর্ক থাকা ছাড়া উপায় নেই। সামান্য উপসর্গেও এক বার কোভিড পরীক্ষা করিয়ে নেওয়াই বিচক্ষণতার পরিচয় বলেই মত বিশেষজ্ঞদের।
সূত্র: আনন্দবাজার
আরএমএ/এসএ/