ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফ্রান্সে করোনায় আক্রান্তে নতুন রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে বুধবার ২৪ ঘণ্টায় নতুন করে তিন লাখ ৩৫ হাজার মানুষ সংক্রমিত হওয়ায় নতুন রেকর্ড সৃষ্টি করেছে। স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান পার্লামেন্টকে একথা জানান। খবর এএফপি’র।

আগের সব রেকর্ড ভঙ্গ করে এই প্রথম ফ্রান্সে এক দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়ালো। দেশটিতে মঙ্গলবারও এ ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল। এ দিন ফ্রান্সে দুই লাখ ৭১ হাজার ৬৮৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়।

ভেরান বলেন, “ফরাসী স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার রাতে আক্রান্তের এ নতুন সংখ্যা প্রকাশ করলেও এর আগেই ‘আমরা আমাদের দেশে তিন লাখ ৩৫ হাজার মানুষ আক্রান্তের খবর পেয়েছিলাম।”

বর্তমান স্বাস্থ্য পাসের পরিবর্তে কেবলমাত্র যারা উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য একটি ‘ভ্যাকসিন পাস’ দেয়া নিয়ে সরকারের পরিকল্পনা বিষয়ে পার্লামেন্টে আলোচনা চলাকালে তিনি বক্তব্য দিচ্ছিলেন। 

ফ্রান্সের প্রায় ৫০ লাখ মানুষ এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি। তাদের মধ্যে ২০ শতাংশ করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি