ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

ব্রিটেনে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৯ জানুয়ারি ২০২২

ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার যুক্তরাজ্য সরকার এ তথ্য জানায়। সেইসঙ্গে গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে গেছে।

সরকারি তথ্যমতে, দেশটিতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৫৭ জন। ইউরোপে করোনায় মৃত্যুর দিকে থেকে যুক্তরাজ্যের চেয়ে অবশ্য এগিয়ে রয়েছে কেবল রাশিয়া। পুতিনের দেশের এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ১৫ হাজার ৪০০ জন।

এদিকে ব্রিটেনে গত সপ্তাহে ১১ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রন্তের রেকর্ড তৈরি হয়। যদিও দৈনিক আক্রান্তের সংখ্যা এখন কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।

এদিকে যুক্তরাজ্যে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে দেশটিতে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।

যদিও যুক্তরাজ্যের সরকারি হিসাব বলছে, করোনার এবারের ধাক্কায় হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশ কম। দেশটিতে করোনার প্রথম ঢেউয়ে এই হার তুলনামূলক অনেক বেশি ছিল। সে সময় অবশ্য টিকা পাননি ব্র্রিটিশ নাগরিকেরা।

এ প্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার লোকজনকে টিকার বুস্টার ডোজ নিতে তাগিদ দিচ্ছে। দেশটিতে ১২ বছরের বেশি ৬১ শতাংশ মানুষ এর মধ্যেই বাড়তি এই ডোজটি নিয়ে ফেলেছেন। তবে এখনও টিকার কোনো ডোজ নেন নি অনেকেই। তাদের টিকাদানের আওতায় আনতে তৎপরতা চালাচ্ছে সরকার।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি