ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতে দৈনিক শনাক্তের হার ১৬.৬৬ শতাংশ বৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:১২, ১৫ জানুয়ারি ২০২২

ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। যা আগের দিনের তুলনায ১ দশমিক ৮ শতাংশ বেশি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে এই খবর জানা গেছে।

এটি দেশটির ক্রমবর্ধমান সংখ্যাকে বাড়িয়ে ৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৯৬২শ’তে নিয়ে গেছে। এর মধ্যে ৬ হাজার ০৪১শ’টি ওমিক্রন কেস রয়েছে, যা করোনাভাইরাসের উচ্চ সংক্রমণযোগ্য রূপ।

সারা দেশে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৩৯০শ’ জন। গত ২৪ ঘন্টায় মোট ১ লাখ ২২ হাজার ৬৮৪ জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার এখন ৯৪ দশমিক ৮৩ শতাংশ।

ভারতের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জন। গত ২৪ ঘন্টায়, সক্রিয় রোগী ১ লাখ ৪৫ হাজার ৭৪৭ জন বেড়েছে। দৈনিক ইতিবাচকতার হার ১৬ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। যেখানে সাপ্তাহিক ইতিবাচকতার হার ছিল ১২ দশমিক ৮৪ শতাংশ।

সব রাজ্যের মধ্যে, মহারাষ্ট্রে সর্বাধিক ৪৩ হাজার ২১১ কেস রিপোর্ট করা হয়েছে। এরপরে কর্ণাটকে ২৮ হাজার ৭২৩টি, দিল্লিতে ২৪ হাজার ৩৮টি, তামিলনাড়ুতে ২৩ হাজার ৪৫৯টি এবং পশ্চিমবঙ্গে ২২ হাজার ৬৪৫টি কেস রয়েছে।

মহারাষ্ট্র থেকে রিপোর্ট করা হয়েছে, এই পাঁচটি রাজ্য শনিবার রিপোর্ট করা কেস দৈনিক নতুন কেসের ৫২ দশমিক ৯৭ শতাংশ। নতুন কেসের ১৬ দশমিক ০৭ শতাংশ ।

গত ২৪ ঘন্টায় কোভিডে, ৪০২ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ৭৫২শ’ জনে দাঁড়িয়েছে। সর্বাধিক কেরালায় ১৯৯ জন এবং তারপরে দিল্লিতে ৩৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ভারতে ১৬ লাখ ১৩ হাজার ৭৪০টি পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘন্টায় ভারতে মোট ৫৮ লাখ ০২ হাজার ৯৭৬টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর ফলে মোট টিকাকরনের সংখ্যা হল ১৫৬ কোটি ০২ লাখ ৫১ হাজার ১১৭শ’।
সূত্র: জি নিউজ২৪ 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি