ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৩১, ১৭ জানুয়ারি ২০২২

এখন থেকে ৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা এতোদিন ৬০ বছর ছিল। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।’

তিনি বলেন, “দেশে করোনর ওমিক্রন ও ডেল্টা ধরনের কারণে সংক্রমণ বাড়ছে। এভাবে বাড়তে থাকলে, শনাক্ত হার ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাতে এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা হবে না।”

জাহিদ মালেক জানান, চুক্তি অনুযায়ী এখনও রাশিয়ার টিকা পাওয়া যায়নি। এ বিষয়ে যোগাযোগ চলছে।

সারাদেশে এখন পর্যন্ত করোনা টিকার সাত লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

এদিকে করোনা পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম। সোমবার বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি