ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কোভিডের হটস্পট হয়ে উঠেছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১৮ জানুয়ারি ২০২২

যত সময় যাচ্ছে করোনাভাইরাসের হটস্পট হয়ে উঠেছে ভারত। ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে দেশটিতে। গত ৪৮ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৬ হাজার জন মানুষ।

গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৮ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩১০ জনের। মঙ্গলবার এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার একদিনে ২ লাখ ৫৮ হাজার আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

সোমবারের তুলনায় মঙ্গলবার করোনায় আক্রান্ত ৭ শতাংশ কম এবং পজিটিভের হার ১৯.৬৫ শতাংশ থেকে ১৪.৪৩ শতাংশে নেমে এসেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে— এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৯১ জনে। 

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ২৭১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৮৪ জনের।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি