ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড সংক্রমণে বিশ্বে আমেরিকার পরই ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ২৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাস সংক্রমণের নিরিখে বিশ্বে আমেরিকার পরই অবস্থান করছে ভারত। দেশটিতে ইতিমধ্যে চার কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা সাত কোটির বেশি।

পাঁচ দিন পর মঙ্গলবার দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ নেমেছিল তিন লক্ষের নীচে। বুধবারও তা অব্যাহত রয়েছে। তবে মঙ্গলবারের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, দু’লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। মঙ্গলবার যা ছিল দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। যা মঙ্গলবারের তুলনায় বেশি। সংক্রমণের হার ১৬.১৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৭.৩৩ শতাংশ। এ ক্ষেত্রেও সংক্রমণের হার মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বেড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশটিতে মোট ৭২ কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লক্ষ ৬৯ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ১৬৩ কোটি ৫৮ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি