ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কোভিডে আরও ৩৮ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু ঘটেছে। গত বছরের ১৯ সেপ্টেম্বরের পর এটাই একদিনে সর্বোচ্চ মানুষের মৃত্যু। তবে পরীক্ষার বিপরীতে কমেছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৬৭১টি। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৭১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮৮০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ২৯ হাজার ৮৫২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৪১ হাজার ২৮টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক সাত শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ১০ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ২৭৮ জন, নারী ১০ হাজার ৩৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী নয় জন। এছাড়া ৮১ থেকে ৯০ বছর বয়সী আট জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী সাত জন। ৪১ থেকে ৫০ বছর আর ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন চার জন করে, ৩১ থেকে ৪০ বছর বয়সী তিন জন আর শূন্য থেকে ১০ বছর, ২১ থেকে ৩০ বছর আর ৯১ থেকে ১০০ বছর বয়সী মারা গেছেন একজন করে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি