ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতে কোভিড সংক্রমণ কমেছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২২

ভারতে ক্রমশ কমছে করোনাভাইরাসের প্রকোপ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোভিড বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৫৯৭ জন।

মঙ্গলবার দেশটিতে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৫ শতাংশ। সোমবারের তুলনায় ৮ ফেব্রুয়ারি সংক্রমণ কমেছে ১৯ দশমিক ৪ শতাংশ।

ভারতে জানুয়ারিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপে সংক্রমণ ছিল অনেক বেশি। কিন্তু ফেব্রুয়ারিতে এসে সংক্রমণ ধীরে ধীরে কমছে। দেশটির বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ খুলছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন।

তবে ভারতে এদিন কমেনি মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ১৮৮ জনের।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি