সংক্রমণ কমলেও ভারতে মৃত্যুহারে উদ্বেগ
প্রকাশিত : ১৫:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২২
ভারতে কোভিড সংক্রমণ নিম্নমুখী হলেও ফের লাফিয়ে বাড়ছে মৃত্যুর হার।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ৮০৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩৬ হাজার ৯৬২ জন। পজিটিভিটি রেট এই মুহূর্তে ৩.৪৮ শতাংশ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্ষেপ করে জানিয়েছে, করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের আবির্ভাবের পর থেকে এখনো পর্যন্ত বিশ্বে ৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১৩০ মিলিয়ন ওমিক্রন সংক্রমিতের খবর সামনে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, বিশ্বের প্রতিটি প্রান্তে টিকাকরণে একইরকমভাবে জোর দেয়া সম্ভব হলে এবং কোভিডবিধি পালন করা হলে, এই পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণ করা যেত।
এসএ/