ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শনাক্ত চার হাজারের নিচে, মৃত্যু কমে ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দেশে করোনাভাইরাসে এক দিনের ব্যবধানে ১৯ জনের কম মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ১৫ জন, এর আগের এই সময়ে মারা গিয়েছিল ৩৪ জন। শনাক্তের সংখ্যাও কমে চার হাজারের নিচে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে তিন হাজার ৯২৯ জনের শরীরে, আগের দিন শনাক্ত হয়েছিল চার হাজার ৭৪৬ জন।

দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। আর মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত ককরোনাভাইরাসমুক্ত হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ২ জন, সিলেট ১ জন, বরিশালে ১ জন এবং রংপুরে ১ জনের মৃত‌্যু হয়েছে। কেবল ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি