ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কোভিড: শনাক্তের হার চার শতাংশের নিচে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২

দেশে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার দুই মাস পর ফের চার শতাংশের নিচে নেমেছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮৯৭ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এসময় মৃত্যু হয়েছে চারজনের।

সরকারি হিসাবে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশ। 

সর্বশেষ গত ৩ জানুয়ারি শনাক্তের হার এর চেয়ে কম ছিল। সেদিন প্রতি একশ নমুনা পরীক্ষায় তিন দশমিক ৩৭ জনের কোভিড শনাক্ত হয়েছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭ জনের। এই সময়ে সেরে উঠেছেন সাত হাজার ৯৭৬ জন। এ পর্যন্ত ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন সুস্থ হয়ে উঠলেন।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি