ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিডে বিশ্বে মৃত্যু ছাড়াল ৬০ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৪ মার্চ ২০২২

প্রতিকী ছবি- এনবিসি

প্রতিকী ছবি- এনবিসি

Ekushey Television Ltd.

বিশ্বে নভেল করোনাভাইরাসে মৃত্যু ৬০ লাখ ছড়িয়েছে। নতুন করে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ। এ সময়ে মারা গেছেন আট হাজারের বেশি মানুষ।

শুক্রবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারস সূত্রে জানা গেছে, বিশ্বে এ পর্যন্ত মোট ৪৪ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৯৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৬০ লাখ এক হাজার ৪৯৪ জনের এবং সুস্থ হয়েছে  ৩৭ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ২৮ জন।

হিসাব বলছে, ১৬ লাখ ৯৪ হাজার ১৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ে মারা গেছে আট হাজার ৪৫১ জন। সুস্থতা ফিরে পেয়েছে ১৮ লাখ ২২ হাজার ৪৫৫ জন।

বৃহস্পতিবার ১৪ লাখ ৬২ হাজার ৫৯৯ জন শনাক্ত হয়। এদিন মারা যায় সাত হাজার ৫১৬ জন। তার আগের দিন বুধবার  ১৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়।

বৃহস্পতিবার বিশ্বে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ৪৪ কোটি ছাড়িয়ে যায়। শুক্রবার মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল ৬০ লাখ।

দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। পরই রয়েছে রাশিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও জার্মানি।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৮ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৫৭০ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮১ হাজার ৭২৯ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৫১ হাজার ২৬২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৬২০ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি