ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড: বছরের সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ১৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ৫ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

দেশে একদিনে ৩৬৮ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা এ বছর সর্বনিম্ন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, প্রায় সাড়ে ১৭ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে ৩৬৮ রোগী শনাক্ত হয়েছে।

ফলে দৈনিক শনাক্তের হার নেমেছে ২ দশমিক ১১ শতাংশে।

সবমিলিয়ে দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জন।

এই সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৭৭ জনের।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন চার হাজার ১৮ জন। এ পর্যন্ত মোট ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন সুস্থ হয়েছেন।

এএইচএস//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি